সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি ও শান্তির রাজনীতি বিনষ্ট করার জন্য যারা সারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে রাজপথেই প্রতিহত করা হবে।বিএনপি-জামায়াতের নৈরাজ্য-সন্ত্রাস ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত আছে। কোনো অপশক্তিকে আওয়ামী লীগ ছাড় দেবে না। ২০১৩ ও ২০১৪ সালের মত মানুষ হত্যা,গাড়ি পুরানো ও অগ্নিসন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ সারা দেশে কর্মসূচী পালন করে যাচ্ছে। এটাই আওয়ামী লীগ। কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করবে না। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে কখনো মাথা নত করেনি করবেও না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবেই। উনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত আছে, আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
শনিবার (৪ঠা মার্চ ২০২৩ইং) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১, ২, ৩ নং ওয়ার্ড রিকাবী বাজার পয়েন্টে,৪, ৫ , ৬ নং ওয়ার্ড আম্বরখানা গোন্ডেন টাওয়ারের সামনে , ৭, ৮ , ৯ নং ওয়ার্ড মদীনা মার্কেট পয়েন্টে, ১০, ১১, ১২ নং ওয়ার্ড মেডিকেল ২নং গেইটের পাশে, ১৩, ১৪ ,১৫ নং ওয়ার্ড লালদিঘীরপারস্থ আইএফআইসি ব্যাংকের পাশে,১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড কুমার পাড়া পয়েন্টে, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড শিবগঞ্জ উপশহর রাস্তায়, ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ড নির্বাচন অফিস সংলগ্ন সুরমা নতুন ব্রিজ উত্তর পাশে, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড কদমতলী পয়েন্টে শান্তি সমাবেশে করে। ৯টি পয়েন্টের শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, যারাই দেশব্যাপী নৈরাজ্য, অঙ্গিসন্ত্রাস ও অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার আছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে আজ স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। বিএনপি-জামায়ত যতই ষড়যন্ত্র করুক জননেত্রীর সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের বাংলাদেশ হবেই। ষড়যন্ত্র ও অপরাজনীতি, গুজব ছড়িয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তাছাড়া ৯টি পয়েন্টের সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
৩টি করে ওয়ার্ড সমন্বয়ের মাধ্যমে ২৭টি ওয়ার্ডের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
Leave a Reply