বিআরটিএ সিলেট বিভাগীয় অফিসের আয়োজনে ১শ জন বাস মিনিবাস কন্ডাক্টর ও সুপারভাইজারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর চালিবন্দরে বিআরটিএ সিলেট বিভাগীয় অফিসে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে ১ শ জন সিলেট জেলা বাস, মিনিবাসে কর্মরত কন্ডাকটর সুপারভাইজাররা প্রশিক্ষণ কর্মশালায় অংশনেন । বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইঞ্জিনিয়ারিং শহিদুল আযম এর সভাপতিত্বে এতে প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শক আব্দুল বারি, সিলেট সার্কেল মোটরযা পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণে তাদেরকে যাত্রীদের সাথে আচার আচরন এবং নৈতিকতার বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদেরকে সেবাধর্মী পেশাগত দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের বাধ্যবাধকতা, যাত্রী সেবার মানউন্নয়,পোশাক পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বিআরটিএ’র অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply