ভারত থেকে মনোয়ার ইমামঃ কারণ এই জাতীয় চিড়িয়াখানা তে ধরা পড়েছে বার্ড ফ্লু।তাই উওরপ্রদেশ এর যোগী আদিত্যনাথ নারায়ন এর সরকার সবদিক চিন্তা ভাবনা করে বন্ধ করে দিয়েছে এই ঐতিহাসিক চিড়াখানা। এখনে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো পশু পাখি দেখতে। কেউ আবার ঘুরতে আসেন। এখানে কয়েক হাজার প্রজাতির পাখি ও বাঘ গন্ডার হাতি বাঘ সিংহ, ভাল্লুক, ডাইসন চিতা বাঘ নেকড়ে বাঘ ছাড়া বিদেশ থেকে আনা জিরাফ এবং বহু প্রজাতির সাপ এবং বন্যপ্রাণী আছে। সেই সঙ্গে আরো ছয়টি রাজ্যে র জাতীয় চিড়িয়াখানা বন্ধ করতে পারে সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকার।যে যে রাজ্যে এই বার্ড ফ্লু আক্রান্ত এর জের বেশি সেখানে সবদিক চিন্তা ভাবনা করে বন্ধ করে দেয়া হবে জাতীয় পশু উদ্দান। তবে পারিয়াযারি পাখির দল ভারতের বিভিন্ন যায়গায় বার্ড ফ্লু ফেলেছে জানা গেছে। তবু কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বার্ড ফ্লু আক্রান্ত নির্মূল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply