মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়ন থেকে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেয়ার আহবান জানানো হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সাথে এক সৌজন্য স্বাক্ষাতে তিনি বলেন আগামী সোমবার (১৮ জানুয়ারি ও মঙ্গলবার ১৯ জানুয়ারির) মধ্যে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের বরাবরে করতে হবে।
Leave a Reply