মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের দক্ষিন পুর্ব ইলুহার সিকদার বাডি জামে মসজিদে নবীনদের উদ্ধগে একবিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতীথি ছিলেন বিসিষ্ঠ ইসলামি চিন্তাবীদ সারা বাংলাদেশের আলোচনা সৃস্টিকারি তরুন উদেয়মান বক্তা ইসালামি ভাস্যকার বাংলাদেশ বেতার, বিটিভি, জিটিভি, মাইটিভি, চ্যানেল আই এর মাওলানা আসাদুল্লাহ সাইফি, বিসেশ অতীতি মাওলানা মোঃ নাছিউদ্দিন ইমাম ও খতিব নান্দুহার তালুকদার বাডি জামে মসজি।, মাওলানা মোঃ সানাউল্লাহ ইমামও খতিব নান্দুহার মুন্সিবাডি জামেমসজিদ। মওলানা মোঃ সফিকুল্লাহ নেছারি ইমাম ও খতিব দক্ষিন পুর্বইলুহার বাইতুছ সালাম জামেমসজিদ। এছাডাও অন্নন্য আলেম গন ও সাধারন মুসুল্লিগন উপস্তিত থাকিয়া উক্ত মাহফিল কে সাফল্য মন্ডিত করেন।
Leave a Reply