সাজ্জাদ মাহামুদ সুইট
রাজশাহী ব্যুরো।
রাজশাহীর বাঘা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বিকেলে বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে আনন্দর্যালি মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
এসময় উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহানায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলো আপামর জনগণ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা।
তারা বলেন, দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে।
বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবির সভাপতিত্বে এবং বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন , সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি,ছাত্রলীগ নেতা শিমুল আহমেদ, ছাত্রনেতা মানিক আহমেদ,সহ বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply