মোঃ মুকুল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি;
রাজশাহীর বাগমারায় পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার উপজেলা প্রাণিসম্পদক কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আতিবুর রহমান।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুনজুর রহমান, সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিছার রহমান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আবুল বাশার। উক্ত অনুষ্ঠানে বাগমারা পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বাগমারায় পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের মূল লক্ষ্য জনসাধারনের মাঝে মানসম্মত মাংস ও ডিম সরবরাহ নিশ্চিত করা। সামাজিক দূরত্ব বজায় রেখে পোল্ট্রি খামার স্থাপন। জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি ঘটাতে পারে এ রকম খাবার বন্ধ করা।
বাগমারায় পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের মাধ্যমে খামারীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা সম্ভব হবে। সেই সাথে খামারীদের সার্বিক উন্নয়নে কাজ করবে বাগমারা পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন।
Leave a Reply