মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে মঙ্গলশী গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে রেশমা বেগম (২৪) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মৃতদেহের মুখ এবং ছোটে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এর আগে গত শনিবার ভোরে নিখোঁজ হন ওই গৃহবধূ। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ওই গ্রামের ইয়াসিন মোল্লার স্ত্রী।
নিহতের খালা নাসিমা বেগম ও খালাতো ভাই মো. সাব্বির হোসেন জানান, পাঁচ বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে রেশমা নিজ ঘরে একাই বসবাস করে আসছিলেন। গত শনিবার ভোরে একজন প্রতিবেশী ওই বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় রেশমার ঘরের দরজা খোলা দেখে তাদের খোঁজ নেয়ার চেষ্টা করেন।
তারা বলেন, রেশমার ছেলে আসিফ ঘুম থেকে জেঁগে মা-কে না পেয়ে নিকটবর্তী দাদীর বাড়ি গিয়ে দাদীকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির এক পর্যায় বিকালে নিজেদের বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ঘাটলার নিচ থেকে রেশমার মরদেহ উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট পেলে তাকে হত্যা না-কি দুর্ঘটনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি
Leave a Reply