মোঃসিরজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
অনলাইন ডেস্কঃ বরিশাল সিটি কর্পোরেশনে ০৫টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বরিশাল সিটি কর্পোরেশন
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির মেয়াদ: ০৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বরিশাল
আবেদনের ঠিকানা: মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, নগর ভবন, বরিশাল।
আবেদন ফি: পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ০১ নং পদের জন্য ১০০০ টাকা, ০২-০৫ নং পদের জন্য ৫০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০৮ অক্টোবর ২০২০
সূত্র: জাগোজবস ডটকম
বরিশালে বিআরটিএ’র সেবা সপ্তাহ শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ।
গতরোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলম।
এ বিশেষ সেবা উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়ার পাশাপাশি বিআরটিএ’র অন্য কার্যক্রম এ সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতরোববার সকাল থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
Leave a Reply