মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রেতা এক দম্পতিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।গত বৃহস্পতিবার ২৪ ইং তারিখ রাতে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলো ওই বস্তির বাসিন্দা পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)।
রাত সাড়ে ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালানো হয়।
এ সময় পলাশ ও লিপিকে আটক করা হলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘর থেকে ছয়টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। রাতেই আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়
Leave a Reply