মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল নগরীর অমৃত লাল দে সড়ক (হাসপাতাল রোড) এলাকায় তুলি সরকেল (২৬) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার স্বপন মিয়ার মালিকানাধীন ‘মান্নান মঞ্জিল’ এর নীচতলায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত তুলি সরকেল, অমৃত লাল দে কলেজ সংলগ্ন মান্নান মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা এবং কালিবাড়ি রোডস্থ রাখাল বাবু’র পুকুরের পাশে ফটোকপি’র দোকানি রিপন সরকেল এর স্ত্রী।
খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেছেন সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাতেই শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তাৎক্ষনিকভাবে দুই সন্তানের জননী ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তবে নিহতের ছয় বছরের কন্যা ঋতু সারকেল জানিয়েছে, ডিমি নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়ার জের ধরে তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেচে।
নিহতের স্বামী রিপন সরকেল জানিয়েছেন, ‘রাত ৮টার দিকে তিনি ঘরে ফিরে দেখতে পান স্ত্রী তুলি শিমলাই ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করা কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল বলেন, ‘আত্মহত্যা’র কারণ জানা যায়নি। তবে শুনেছি তার মাও একইভাবে আত্মহত্যা করেছিল। তবে এর পেছনে অন্য কোন কারণ লুকিয়ে আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এটি আত্মহত্যা না-কি অন্য কিছু ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
তবে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছয় বছরের শিশু কন্যা ঋতু সরকেল জানিয়েছে, ‘তার সকালে তার মা এবং বাবা’র মধ্যে ডিম নিয়ে ঝগড়া হয়। এরপর বাবা বাসা থেকে বের হয়ে যায়। দুপুরে সে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে। এরপর রাতে ঘরের মধ্যে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ।
Leave a Reply