মোঃ সিরাজুল হক রাজু স্টাপ রিপোর্টার।
‘নো-মাস্ক নো-সার্ভিস’ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বরিশাল নগরীতে রাতে ও দিনে দু’দফা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ ব্যক্তির নিকট থেকে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাংলাবাজার, জিয়া সড়ক, চৌমাথা, বটতলা এলাকায় অভিযান চালানো হয়। দুই অভিযানেই নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং সংক্রামক রোগ বিস্তারের সম্ভাবনা থাকায় ৪ ব্যক্তির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া নৌ-পরিবহনে মাস্ক এর ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে শুক্রবার রাতে লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ২১ জনকে ৫ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়
Leave a Reply