মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত দুই প্রার্থী দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া এবং উজিরপুর পৌরসভায় গিয়াস উদ্দিন বেপারী। তারা দু’জনই বর্তমান পৌর মেয়র।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ‘বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট এবং বিএনপি মনোনিত এস.এম মনিরুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯১৪ ভোট।
অপরদিকে, উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত প্রার্থী মো. শহিদুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত কাজী শহিদুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১০ ভোট।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নূরুল আলম জানিয়েছেন, ‘সকাল ৮টায় বরিশালের উজিরপুর এবং বাকেরগঞ্জ পৌরসভায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।
তিনি জানিয়েছেন, দুটি পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। কোন প্রকার ঝামেলা কিংবা প্রতিবন্ধকতা ছাড়াই দুটি পৌরসভায় ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা।
তিনি আরও জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে দুটি পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোগ গ্রহণ সম্পন্ন হয়েছে
Leave a Reply