মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন ও ঝালকাঠী পুলিশ অফিসার্স মেস উদ্ধোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ডক্টর বেনজির আহমেদ।
সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় নগরীর পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত এ ভবনের ফলক উম্মোচনে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৩ তলা ভবনের দোয়া-মোজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।পরে বেলুন ও ফেস্টুন অবমুক্ত করার পর নব নির্মিত নতুন ভবনের ফুলের ফিতা কেটে প্রবেশ করে অবকাঠামো পরিদর্শণ করেন।তবে তিনি গণমাধ্যমে কোন বক্তব্য দেননি।
এসময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
পরে তিনি জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত প্রধান গেট ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। দুপুরে বরিশাল পুলিশ লাইনস-এ বরিশালের ৬ জেলার পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ পুলিশের সকল ইউনিটের সদস্যদের সাথে সভা করেন।কোনো অনুষ্ঠানে বরিশালের গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয়ে গেলে সেখানেও কথা বলেননি তিনি
Leave a Reply