মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
আসন্ন পৌরসভা নির্বাচনের ৪র্থ ধাপে বরিশালে বানারীপাড়া পৌরসভা নির্বাচনে সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নমিনেশন পত্র যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং অফিসার। বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে বর্তমান মেয়র ও বরিশার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সুভাষ চন্দ্র শীল। বি এন পি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মেদ। এর বাহিরে আর এক মেয়র প্রার্থী আছেন যিনি বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়নের স্বেচ্ছায় সদ্য পদত্যাগ করা জনপ্রিয় ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। তিনি অল্প সময়ে বানারীপাড়া প্রৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার জনসমর্থন এতোটাই যা আকাশচুম্বীর সমান। জিয়াউল হক মিন্টু বিগত করোনাকালীন সময়ে তার যোগ্যতার প্রমান দিয়েছেন অসহায় মানুষদের পাশে থেকে। পৌরসভার ভোটার আনোয়ার হোসেন বলেন আমরা ভাগ্যগুনে মিন্টু ভাইর মত মানুষ পেয়েছি। তাকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। সত্তার নামের এক ব্যক্তি বলেন কিছুদিন পূর্বে আমার মেয়ের অসুস্থতার জন্য তার ইউনিয়নে তার কাছে গিয়েছিলাম। তখন তিনি পৌরসভায় আসেন নি, সে সময় তার সাহায্যে আমার মেয়েকে সম্পূর্ন সুস্থ করতে পেরেছি। তিনি বলেন আমরা তার পাশে আছি আর থাকবো। তারমত জন ধরদী মানুষই মেয়র হিসেবে চাই। জিয়াউল হক মিন্টু যেদিন ইউনিয়ন ছেড়ে পদত্যাগ করেন সেদিন উপজেলা কম্প্লেক্সের সামনে সলিয়াবাকপুর ইউনিয়ন বাসীর কান্নায় এক হ্দয় বিদারকের পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি বানারীপাড়া পৌরবাসী ফুলের মালা পড়িয়ে বরণ করে নিয়েছিল। বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু গত ৩ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে তিনি তার চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেয়া পদত্যাগপত্র জমা দেন। জিয়াউল হক মিন্টু বলেন আমি পৌরবাসীর সেবা করতে এসেছি। জনগনের ভোটেই আমি নির্বাচিত হয়ে জনসাধারনের খেদমত করবো। আমার বিশ্বাস স্বচ্ছতার ভিত্তিতে জনগন আমাকে ভোট দিবে। আর আমি বিজয়ী হয়ে সাধারন জনগনের পাশে থাকব।
Leave a Reply