1. sylhetmohanagarbarta@gmail.com : সিলেট মহানগর বার্তা :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।
প্রধান খবর:
মানবিক সাহায্যের আবেদন বাঁচতে চায় ৮ বছর বয়সী শিশু রিয়া মনি সাংবাদিক গোলজারের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন,আত্মার মাগফেরাত কামনায় দোয়া কবি মুহিত চৌধুরীর জন্মদিন আজ ওসমানী হাসপাতালের কর্মচারীরা ওয়ার্ড মাষ্টার রওশন হাবিব ও ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল জব্বারের হাতে জিম্মি সাংবাদিক তাওহীদকে প্রাণনাশের হুমকিতে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ সিলেটে সাংবাদিক তাওহীদুল ইসলামকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি লিডিং ইউনিভার্সিটি থেকে পেশাগত অসদাচরণের দায়ে স্থপতি রাজন দাস চাকুরিচ্যুত নবগঠিত ২৮, ২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন হিল্লোল শর্মা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

বরিশালের বানারীপাড়ায় মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু’র শোডাউন জন সমূদ্রে পরিনত।।

  • প্রকাশিত: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

আসন্ন বরিশালে বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীদের সাংগঠনিক সম্পাদক
জিয়াউল হক মিন্টু বৃহস্পতিবার বিকেলে তার নিজস্ব কার্যালয় হতে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে
বানারীপাড়া পৌর শহরে স্মরণকালের বিশাল নির্বাচনী শোডাউন করে আলোচনার শীর্ষে রয়েছেন।
শোডাউনকে ঘিরে সাধারন জনগনের মাঝে উচ্ছাস পরিলক্ষিত হয়েছে। জিয়াউল হক মিন্টু বানারীপাড়ার পৌরশহরের সাধারন জনগনের নয়ন মনিতে পরিণত হয়েছেন। হাজার হাজার শ্রমিক ও সমর্থকদের অংশগ্রহনে তার শোডাউন টক অব দ্য টাউনে রূপান্তরিত হয়েছে। পৌরশহরের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নির্বাচনী শোডাউনটি রায়েরহাট হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাহমুদিয়া কার্যালয়ে গিয়ে শেষ হয়। জিয়াউল হক মিন্টুর নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে পৌরসভার নির্বাচনে আসায় পৌরশহরের জনগন আশার আলো দেখতে পেয়েছে। তার পৌরসভা নির্বাচনে আসায় বীর মুক্তিযোদ্ধারা প্রান ফিরে পেয়েছেন। বানারীপাড়া উপজেলায় একমাত্র জিয়াউল হক মিন্টুই সলিয়াবাকপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন। পাশাপাশি প্রথম শ্রেনীর গেজেটেট কর্মকর্তাদের নাগরিক সংবর্ধনা ও দিয়েছেন। বিগত দিনে শ্রমিকদের মেয়েদের বিবাহ ও সন্তানদের লেখাপড়ার ব্যয় ভার বহন করেছেন। জিয়াউল হক মিন্টু সলিয়াবাকপুর ও বানারীপাড়া পৌরশহরের স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেদের সুস্থ মানষিকতার বিকাশ ঘটাতে তাদেরকে খেলার মাঠে খেলাধুলায় মনোনিবেশ রাখতে খেলার উপকরন সামগ্রী বিতরন করেছেন। মহামারী করোনাকালীন সময়ে গৃহবন্ধী ও অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। মাদক, সন্ত্রাসমুক্ত করতে সর্বদা সতেষ্ট ছিলেন। আজকের শোডাউনে জিয়াউল হক মিন্টু করোনা মোকাবেলায় সরকারী নিয়মের বাস্তবায়ন ঘটিয়েছেন শতভাগ মাস্ক পরিধানের মাধ্যমে। তিনি করোনা থেকে রক্ষার্থে সবাইকে মাস্ক পরিধান সহ আগামী পৌর নির্বাচনে পৌরসভার সাধারন জনগনের, দিন মজুর ও শ্রমিকদের সমর্থন নিয়ে সবার দোয়া চেয়েছেন। শোডাউনে হাজার হাজার সাধারণ জনগনের সতস্ফুর্ত অংশগ্রহন জানান দিয়েছে মিন্টুর জনপ্রিয়তা। বানারীপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা দিনক্ষণ চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে রয়েছে। গোটা পৌর শহর প্রার্থীদের দোয়া-আশীর্বাদ ও সমর্থন চেয়ে পোষ্টার ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে। বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বানারীপাড়া পৌরসভাকে একটি পরিকল্পিত পৌরসভা এবং মাদক,সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এক তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করা হবে। তিনি পৌরসভা সম্মুখ সমস্যার সমাধান করে পৌরবাসীকে শান্তির নীড়ে বসবাসের ব্যবস্থা করবেন। তিনি তার সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত পৌরবাসীর পাশে থেকে তাদের দুখের ভাগীদার হয়ে জনকল্যাণে নিবেদিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন । বিগত সময়ে তার জন প্রতিনিধিত্বকালীন স্থলাবিশেষ বাকপুর ইউনিয়নে যে পরিকল্পনায় উন্নয়নের ধারা প্রবাহিত করেছেন তারও অধিক পৌরবাসীর জন্য করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত মুজিব অন্তঃপ্রাণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু সকলের দোয়া ও ভালোবাসায় বিশ্বাস করে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় তার নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আজকের নির্বাচনী শোডাউনে উপস্থিত ছিলেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা, যারা জীবন বাজি রেখে দেশ মাতৃকাকে স্বাধীন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেছেন বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন সালেক, আঃ জলিল (১ নং ওয়ার্ডে), আলহাজ্ব শরীফ সেকেন্দার, মোঃ হেমায়েত সিকদার, শাহজাহান সিকদার, আঃ মতিন, আঃ জলিল বেপারী ( ৬ নং ওয়ার্ড), মৃুক্ততিযোদ্ধা সন্তান কমান্ডার হাবীবুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমারত শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সহ সভাপতি মতিউর রহমান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফুজুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান সহ হাজার হাজার শ্রমিক, দিনমজুর ও সাধারন জনগন। এসময় নেতা-কর্মীরা সৎ ও পরিচ্ছন্ন ও রাজনীতিক যোগ্য সংগঠক জিয়াউল হক মিন্টুকে নৌকার কান্ডারী করার দাবীতে শ্লোগানে শ্লোগানে পৌর শহর মুখরিত করে তুলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: এন আর