বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার নলেশ্রী গ্রামে প্রতিপক্ষরা হাতুরী দিয়ে পিটিয়ে জলিল নামের এক ব্যক্তিকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জলিলকে বাঁচাতে এসে তার বৃদ্ধ মা জবেদা বেগম ও ছোট ভাই জাহিদ ও হামলার স্বিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে নলেশ্রীর বটতলার সুলতান ও বজলুর দোকানের মাঝে আজ বুধবার রাত ৯ টায়। অভিযোগে জলিল বেপারী জানায় একই গ্রামের মৃত্যু আযাহার ঘরামীর ছেলেদের সাথে জেলে নজরুলের বাকবিতন্ডা হওয়ায় মাঝে আমি ( জলিল) তাদেরকে বলি তোমাদের উভয়ের ই দোষ আছে, এমন কথা বলার মুহুর্তেই পূর্ব শত্রুতার জের ধরে মৃত্যু আযাহার আলীর ছেলে জসীম ঘরামী, মনির ঘরামী,হারুন ঘরামী,হেলাল ঘরামী, হারুন ঘরামীর ছেলে রানা, ফাহিম আমার উপর হাতুরী ও গাছের ডাল দিয়ে এলোপাথারী হামলা চালায়। এতে জলিলের মাথা ফেটে যায়। ছেলের এমন অবস্থা দেখে বৃদ্ধ মা জবেদা বেগম ও ছোট ভাই জাহিদ ছাড়াতে আসলে তাদের উপর ও তারা হামলা চালায়। বানারীপাড়া স্বাস্থ্যকম্প্লেকে ভর্তি থাকা নুরমোহাম্মদ বেপারীর ছেলে জলিল জানায় তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল হামলাকারীরা নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বানারীপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে ।
Leave a Reply