1. sylhetmohanagarbarta@gmail.com : সিলেট মহানগর বার্তা :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।
প্রধান খবর:
মানবিক সাহায্যের আবেদন বাঁচতে চায় ৮ বছর বয়সী শিশু রিয়া মনি সাংবাদিক গোলজারের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন,আত্মার মাগফেরাত কামনায় দোয়া কবি মুহিত চৌধুরীর জন্মদিন আজ ওসমানী হাসপাতালের কর্মচারীরা ওয়ার্ড মাষ্টার রওশন হাবিব ও ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল জব্বারের হাতে জিম্মি সাংবাদিক তাওহীদকে প্রাণনাশের হুমকিতে অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ সিলেটে সাংবাদিক তাওহীদুল ইসলামকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি লিডিং ইউনিভার্সিটি থেকে পেশাগত অসদাচরণের দায়ে স্থপতি রাজন দাস চাকুরিচ্যুত নবগঠিত ২৮, ২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন হিল্লোল শর্মা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

বরিশালের বানারীপাড়ায় গরুর ফার্মে পরিকল্পিত চুরি।। বিদেশী জাতের ৬ টি গরু চুরি।।

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল জেলার বানারীপাড়ায় রাতের আধারে বিদেশী জাতের ৬ টি বিশালাকার গরু চুরি হয়ে যাবার ঘটনা ঘটেছে। উপজেলার চৌয়ারীপাড়া গ্রামের বোর্ডস্কুলের পশ্চিম পাশের মাহফুজুর রহমান লিটনের আল এহেশান ডেইরী ফার্ম হতে ৬ টি বিশালাকার বিদেশি গরু গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়। কে বা কাহারা চুরি করেছে তা এখন ও জানা যায়নি। আল এহেশান ডেইরী ফার্ম মালিক লিটনের সহায় সম্বল ৭ টি গরুর ৬ টি গরু চুরি হয়ে যাওয়ায় নিঃস্ব সম্বলহীন হয়ে পাগলের মত আচরন করছে অসহায় লিটন। নিজের সকল পূজি ব্যয় করে নিজে ফার্মে দিন রাত পরিশ্রম করে পরিচর্যা করে আসছেন এহেশান ফার্মে। চুরি হয়ে যাওয়া ৬ টি গরুর ৩ টি কালো ফাকরা গরু ২ টি কালো ফাকরা বাছুর, আর ১ টি বড় খয়েরী গরু ছিল। পরিতাপের বিষয় ঐ ৬ টি গরুর ২ টি গরু ছিল গর্ভবতী, ২ টি গরু দুগ্ধ দিত। বাকী ২ টি ছিল বাছুর তাও বিশালাকার । সহায় সম্বলহীন হয়ে ক্রন্দন রত অবস্থায় লিটন বলেন আমি রাত ১ টা পর্যন্ত ফার্মে কাজ করেছি। যখন কাজ করে যাই তখন আমি ৭ টি গরু শক্ত করে বেধে দরজায় তালা লাগিয়ে যাই। যে গরুটি চুরি করতে পারেনি সেটি কিছুটা হিংস্র। তারপর ও সেই গরুটার ও দরি কাটার চেষ্টা করছে। চোরেরা গরুগুলোকে সোজা রাস্তায় না নিয়ে ফার্মের দক্ষিন পূর্ব পার্শ্ব হতে নামিয়ে ঝালকাঠির রাস্তায় নিয়ে ট্রাকে ভরে। মালিকের দাবী যেখান থেকে গরুগুলোকে নেয়া হয়েছে তা চেনা জানা মানুষ ব্যতীত নিতে পারে না। তাছাড়া ফার্মে কাজ করতে অনেক যন্ত্রাংসের প্রয়োজন। যা আমি ফার্মের কোন এক জায়গায় কাজ শেষে প্রতিদিন রেখে যাই। গরুগুলোর দরি কাটতে যে দাও ব্যবহার করা হয়েছে তা আমার ফার্মে কোন এক জায়গায় রাখা ছিল। যা চেনা জানা কিংবা ফার্মে আসা যাওয়া মানুষ ছাড়া কেহরই জানার কথা না। তার দাবী শত্রুতার বসে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে আর্থিক ভাবে পথে বসানোর জন্যই আমার চেনা শত্রুরা এমনটা করেছে। কাউকে সন্দেহ করার বিষয়ে ফার্ম মালিক লিটন বলেন হ্যা আমি কিছু মানুষকে সন্দেহ করি। আর প্রশাসনের সহযোগীতা পেলে সেই চোরদের ধরা সম্ভব হবে। চুরি যাওয়া ৬ টি গরুর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। লিটন সর্বদা গরু দেখাশুনা করে। থানায় অভিযোগের বিষয়ে লিটন বলেন যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। ফার্মের গরু থেকে উৎপন্ন দুগ্ধ বিক্রি করে সে নিজের পরিবার পরিজন নিয়ে খেয়ে পগে বেঁচে আছে। লিটন আরো বলেন গরুগুলো যেহেতু অনেক বড় চোরেরা এখন পর্যন্ত কোন হাটে বিক্রি করতে পারেনি। হয়তো বড় কোন ফার্মে নিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: এন আর