মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বানারীপাড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দ্রুত বাস্তবায়নের দাবীতে বানারীপাড়া উপজেলা ইমাম সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় স্থাপনা নির্মাণের স্থানে এ মানববন্ধনে উপজেলা ইমাম সমিতির ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল কবির। এ সময় বক্তারা বলেন দেশের অধিকাংশ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হলেও বানারীপাড়ায় এর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। অবিলম্বে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম ও উপজেলা প্রশাসনের প্রতি তারা অনুরোধ করেন।
তারা আরও বলেন অবিলম্বে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও কঠোর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবেন। মানববন্ধন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার বরাবর পেশ করেন।
Leave a Reply