ভারত থেকে মনোয়ার ইমামঃ এমন ঘটনা টি ঘটেছে সুন্দর বন এলাকা র সোনা খালিতে। এদিন সকালে পর্যটক লঞ্চ নিয়ে যখন লঞ্চ সুন্দর বন এর উদ্দেশ্য রওনা দিয়েছে ঠিক তখনই সুন্দর বন এলাকা থেকে ফিরতি লঞ্চ সামনে চলে আসে। অল্পের জন্য রক্ষা পেল এই দুই টি লঞ্চ। তবে যাত্রীদের কোন বিপদ হয়নি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্হানীয় মানুষ জন ও আসে পাশের লঞ্চ এর শ্রমিক রা এবং মাঝি মাল্লারা।পরে পর্যটক দের নিরাপদ ঘাটে নেমে পড়েন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply