এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বারোআড়িয়া শহিদ স্বরনী কলেজ মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। শনিবার বিকেলে সাড়ে ৩ টার সময় অনুষ্ঠিত ফাইনাল খেলা বারোআড়িয়া বনাম ডুমুরিয়ার কাঞ্চনগর ফুটবল একাদশ মধ্যে অনুষ্টিত হয়। খেলায় বারোআড়িয়া ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে ফাইনালে যায় কাঞ্চনগর ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ীদের হাতে একটি টিভি মনিটর এবং দ্বীতিয় পুরষ্কার একটি টেবিল ফ্যান দেয়া হয়। বারোআড়িয়া কলেজের প্রিসিপ্যাল তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার আয়ামীলীগের সিঃ সহ সভাপতি শেখ আকরাম হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহিদুর রহমান, প্রচার সম্পাদক ইউপি সদস্য বিএম মাসুদ রানা, সুরখালী ইউনিয়নের সাঃ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ -সভাপতি হিরামন মন্ডল সাগর, সাংবাদিক মুরাদ হোসেন হানিফ, বারোআড়িয়া বাজার কমিটির সভাপতি মিলন কান্তি মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কার গাজী, মেম্বার প্রার্থী জহুর আলী খা,সার্ভেয়ার অর্জুন মন্ডল, লিপা রায় , আওয়ামী লীগ নেতা , নির্মল বাওয়ালী, সির্ধাত্ধ মল্লিক,অসিত বরণ মল্লিক, দেবাশীষ মন্ডল,যুবনেতা সমর কান্তি মন্ডল, জি এম এনামুল গাজী, ডাক্তার সুব্রত মন্ডল, দিবাশিষ মন্ডল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউটন বাওয়ালী, কাজল সরদার, সুদীপ্ত মিস্ত্রি, ব্রজেন বৈরাগী, বিজন মন্ডল, সৌমিত্র মিস্ত্রি, অনিমেষ সরদার, অলোক মন্ঠল, প্রমুখ।
Leave a Reply