সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ও পূনর্বাসন সােসাইটি “কেন্দ্রীয় যুব কমান্ড” ১০ জানুয়ারী জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রস্তুতি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সাথে মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা কমিটির সাথে পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতি নজরুল বেপারীর ইটালী থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সংগঠন বিষয়ে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট শিল্পপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কল্যান পরিষদ, কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উজ্জ্বল মিয়াজী, বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন পারভেজ, প্রবীণ রাজনীতিবিদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চুন্নু ,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক আব্দুল রহিম রানা।
আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোঃ জহিরুল হক হীরা ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় যুব কমান্ড উপস্থিত অতিথিদের সাথে মতবিনিময় করেন। কেন্দ্রীয় যুব কমান্ড মানুষের কল্যাণে কাজ করে যাবে এটাই সকলে প্রত্যাশা করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড অনুষ্ঠান শেষে দোয়া ও দুপুরের খাবার শেষে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply