রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম (এমপি)। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি জাতির জনকের সমাধিসৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহামুদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপ-মন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন ও মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির বিপরীত পার্শে জলপাই, আমলকি, আম ও হিজল গাছের চারা রোপন করেন।
রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মোবাঃ 01642378350
Leave a Reply