স্টাফ রিপোর্টারঃ মোঃ বাছেদ হোসেনঃ বন্য প্রানী অপরাধ ও ফরেনসিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠান করেন ঢাকা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।এতে প্রধান অতিথি: জনাব মোঃ ছানাউল্যা পাটয়ারী বন সংরক্ষক সামাজিক বন অঞ্চল বগুড়া। বিশেষ অতিথি : ড. তপন কুমার দে প্রজেক্টের কো অর্ডিনেটর বাংলাদেশর বন বিভাগ বগুড়া। জনাব মোঃ মতিউর রহমান সহযোগী অধ্যাপক সরকারি আযিযুল হক কলেজ। জনাব মোঃ মোখলেচুর রহমান সহযোগী অধ্যাপক সরকারি আযিযুল হক কলেজ। জনাব কে.এম.আ:মতিন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া। সভাপতি জনাব এ.এস.এম জহির উদ্দীন আকন পরিচালক বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা। জনাব মোঃ ডাঃ রবিউল ইসলাম । জনাব মোঃ বাছেদ হোসেন শান্ত সাংগঠনিক সম্পাদক
এসো দেশকে ভালো বাসি হাটখালী ইউনিয়ন সুজানগর পাবনা। এ ছাড়াও আর উপস্থিত ছিলেন ১০ জেলার ফরেস্ট অফিসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply