-আবু-সাঈদ:বগুড়া:সদর উপজেলা প্রতিনিধিঃ-বগুড়ায় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গ্রামের রাস্তায় খেলছিল ৪ বছর বয়সী শিশু জাহিদ হাসান(৪)। এসময় ধান বোঝাই অটো ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা তিনটার দিকে বজেলারর নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে ঘটনা ঘটে। জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।
জানা গেছে, জাহিদ হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পার্শ্বে গ্রামের রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ধান বোঝাই অটো ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরি ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে যায়।
নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বিষয়টি মিডিয়াকে বলেন।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানটি আটক করেছে।
Leave a Reply