বিশেষ প্রতিনিধিঃ
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নে সুবার বাজারের পশ্চিম পাশে সদ্য প্রয়াত সাবেক ব্যাংক কর্মকর্তা পিনু ম্যানাজারের ভাড়া দেয়া বাসায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৩) জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই সব পুড়ে যায়।
জানা যায়, বসতঘরটিতে ১৮ জন শ্রমিক(কাঠমিস্ত্রী) থাকতো। প্রাথমিকভাবে আগুনের সূত্র কি ভাবে হয়েছে তা জানা যায়নি। প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তা নারু কুমার চৌধুরী।
Leave a Reply