সুজল খাঁন, মধুখালীঃ
ফরিদপুরের মধুখালীতে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনার উছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়ক মধুখালী বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।
দীর্ঘদিন যাবত এক শ্রেণির প্রভাবশালী মহল সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ব্যবহার করে আসছিল। ফুটপাতের পাশে সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠা স্থাপনাগুলো সরিয়ে নিতে ওই এলাকায় গণ নোটিশ দেওয়া হয়েছে।
মধুখালী থেকে উপজেলার কামারখালী টোল পিলাজা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে ।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট দবিরউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সড়ক ও জনপথ উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ ও মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। মধুখালী বাজার এলাকায় পুকুর পাড়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ।
Leave a Reply