মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি,
ফরিদপুর বর্ধিত পৌরসভা এলাকার গোয়ালকান্দি গ্রামের ইমন পাট্টাদারের বাড়ি থেকে দুটি বস্তায় থাকা পাচঁশত ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার আছমত পাট্টাদার এর পুত্র ইমন পাট্টাদার ও শেখ আমির হোসেন এর পুত্র ইমরান শেখ
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার জানান, জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এস আই শাহীনুর রহমান ডিউটি পালন কালে গোপন খবর পায় সদর উপজেলার গোয়ালকান্দি গ্রামের ইমন পাট্টাদারের বাড়িতে মাদক বিক্রির জন্য মাদক ব্যাবসায়ীরা অবস্থান করছে।
এরপর সেখানে গিয়ে ইমন পাট্টাদারকে আটক করলে তার কথা মতো তার বাড়ির পাশ থেকে দুটি বস্তায় থাকা পাচঁশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই কাজে এসময় তার সহযোগি ইমরান শেখকে আটক করা হয় বলেও তিনি জানান।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply