ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মোঃ মুজাম্মেল হুসাইন(হাচিব)
ফরিদগঞ্জে ৪নং সুবিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে (তাম্রাশাসন) কুরআন তিলাওতের মধ্য দিয়ে বিএনপির আলোচনা শুরু হয়।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী সাওন চৌধুরী
তিনি বলেনঃ- সম্মানিত উপস্থিতি আপনারা সকলে যানেন আজকে এখানে একটা কর্মী সম্মেলন আমরা চেষ্টা করবো গত বারের মতো এবারো বিএনপি থেকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য তারি পাশাপাশি পত্যেক টা ওয়ার্ড থেকে মেম্বার বের করে আনতে হবে কারন যদি চেয়ারম্যান বের করি তাইলে হয় না কিন্তু।
একটি গাছ দাড়া করালে হয় না গাছের সাথে শিকড় টা শক্ত থাকতে হয়।
তাই শিকড় টা হচ্ছে মেম্বর,
তাই আমি বলতে চেয়েছি একজন চেয়ারম্যান নির্বাচন করলে হবে না পত্যেক টা ওয়ার্ডে মেম্বার ও নির্বাচন করতে হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আবু জাফর খসরু মোল্লা।
*ঐক্য চাই ঐক্য ছাড়া বিকল্প নাই!
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্য চাই ঐক্য ছাড়া বিকল্প নাই! আমাদের সবার ঐক্য করতে হবে, আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা যা করবো গণতান্ত্রিক ভাবেই করবো ইনশাআল্লাহ।
যে ভাবে দল সু-সংগঠিত হবে সে ভাবেই করবো
তিনি আরো বলেন, দল একটি পোষ্ট ও একটি কিন্তু প্রার্থী ৫/৬ জন
উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহা ঙ্গীর আলম বুলু বলেনঃ- সম্মনিত উপস্থিতি বিএনপি আমাদের একটা পরিবার আপনাদের দোহাই লাগে এই পরিবারটা কে বাঙ্গীবেন না।
তিনি আরো বলেনঃ আমরা জদি সকলে এক থাকি আমরা সকলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবোই। আমরা চাই আপনারা আমাদেরকে ভালো একটি কমিটির তালিকা উপহার দিবেন।
উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সমাধান সম্পাদক মোঃ ইকবাল হোসেন খলিফা বলেন,(রাত জত গভির হয় ভোর তত কাছে) প্রিয় বন্দুরা আমরা যো কমিটি গঠন করে আসছি একটা পোষ্ট এর জন্য দেখা যায় প্রার্থী ৪/৫ জন বা তার অধিক ও হয়। কিন্তু আমরা তো একজন কেই নির্বাচন করতে পারবো তার অধিক তো করতে পারবো না
তিনি আরো বলেন রাত জত গভির হয় ভোর তত কাছে আওয়ামীলীগ যত মামল হমলা করুক না কেন ইনশাআল্লাহ বিএনপি একদিন ক্ষমতায় আসবেই সেই দিন আর বেশী দূরে নয়
উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো জাকির বলেন, সম্মনিত উপস্থিতি আপনারা জানেন দির্ঘ ১৮ বছর পর্যন্ত বিএনপির গনন্ত্রীক উপায়ে ওয়ার্ড পর্যায়ে কোন কমিটি গঠন হয় নাই।
জাকির আরো বলেনঃ তৃনমূল থেকে যদি কোন আওয়াজ হয় তাহলে উপর পর্যন্ত শব্দ হয়, যদি আওয়াজ না হয তাইলে শব্দ হয় না।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল এর সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, ৪নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান নূর
মোঃ মুজাম্মেল হুসাইন(হাচিব)
পদবিঃ ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি
মোবাইলঃ ০১৩০৭৮২৬২৩১
Leave a Reply