মেহেরপুর জেলা প্রতিনিধি মলিনা খাতুন
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হুসাইন কবির ওপেন এশিয়া গেমস এ গোল্ড ম্যাডেল জিতে আনায় জাতীয় ঐক্য ফ্রন্ট এর শরিক দল নাগরিক ঐক্য এর সহযোগী সংগঠন নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় , এ সময় উপস্তিত ছিলেন নাগরিক ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক ও সমন্নয়ক জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর জনাব মনিরুজ্জামান সোহেল (কমরেড সোহেল) নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মলিনা খাতুন জানান হুসাইন কবির শুধু মেহেরপুর এর অহংকার না সে সারা বাংলাদেশ এর অহংকার, মেহেরপুর জেলার সকল রাজনৈতিক দলের এবং জেলা প্রশাসক, মাননীয় সংসদ সদস্য সহ গণমাধ্যম এর প্রতিনিধিদের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার, সেই সাথে হুসাইন কবির কে সব ধরনের সহায়তা প্রদান করা দরকার, যাতে করে হুসাইন কবির এর কাছ থেকে এই জেলার অনেকেই শিক্ষা নিয়ে মেহেরপুর সহ বাংলাদেশের সুনাম বয়ে আনবে এই আশা করছি।।। মলিনা খাতুন আহবায়ক নাগরিক নারী ঐক্য মেহেরপুর ও সদস্য জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর।।।।
Leave a Reply