শফিকুল ইসলাম রাকিব দিনাজপুর জেলা প্রতিনিধিঃ কনকনে শিতের হিমেল হাওয়ায় উওরবঙ্গের দিনাজপুরে গরিব খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে তারা প্রচন্ড শিতে পারছেনা ঘর থেকে বাহির হতে এবং এই প্রচন্ডশীত থেকে নিজেকে রক্ষা করার মতো নেই তাদের শিতের কাপড় সামর্থ্য না থাকায় তারা পারছেনা শীতকে মোচন করতে তাই তাদের মাঝে সমাজের সামর্থ্যবান ও সতেচন মহলের সহানুভুতির হাত সমপ্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমানের শীতবস্ত খানসামায় গরিবদের মাঝে বিতরন করেন এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলেগের সদস্য ও আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও অতিরিক্ত পিপি হাজি মোঃ সাইফুল ইসলাম এডভোকেট দিনাজপুর জেলা আরো উপস্থিত ছিলেন মাই ফ্রেস ওয়াটার এর পরিচালক লিয়ন চৌধুরি তারা সেখানে বলেন মাননীয় সরকার শেখ হাসিনার নিদেশে এবং তাদের ব্যক্তিগত তহবিল থেকে দুইহাজার মানুষের মাঝে তারা শিত বস্ত বিতরন করেন তাদের এই মহান উদ্ধেগকে স্বাগতম জানান বাংলাদেশ একাত্রর প্রতিদিন পত্রিকার ক্রাইম রিপোর্টার সোহানুর রহমান রাকিব।
Leave a Reply