ভারত থেকে মনোয়ার ইমাম।এর জাতীয় কংগ্রেস।আজ হরিয়ানার পৌর মেয়র ভোটে বিজেপি ও জে,জে,পি জোঠ কে টপকে দিল ভারত এর জাতীয় কংগ্রেস। কংগ্রেস হরিয়ানা র সোনিপত ও আম্বালা সহ ছয়টি এলাকায় মেয়র নির্বাচন বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিজেপি ও জে জে পি জোট শুয়ে পেড়েছে পৌর মেয়র নির্বাচন এ। হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী ও জে জে পি সভাপতি শ্রী দুয়্যল চৌচালা নিজ এলাকায় হেরে গিয়েছে। সেই সঙ্গে ভারত এর জাতীয় কংগ্রেস জোটের নির্দল প্রার্থী রা জয়ী হয়েছেন।সোনিপত পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী কংগ্রেসের মাখনলাল জী বিজেপি প্রার্থী কে চোদ্দ হাজার এর বেশী ভোট এ পরাজিত করেছে। সেই সঙ্গে হরিয়ানা র কৃষি প্রধান এলাকা আম্বালা তে পৌর মেয়র নির্বাচন বিজেপি প্রার্থী কে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ভারত এর জাতীয় কংগ্রেস। আরো পাঁচ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভারত এর জাতীয় কংগ্রেস ও নির্দলীয় প্রার্থী রা এগিয়ে চলেছে। ওখানে বিজেপি ও জে জে পি জোট প্রার্থীদের ভোরাডুবি হতে চলেছে।এই নির্বাচন কৃষক বিরোধী বিলের বিরোধিতায় হরিয়ানা র কৃষক শ্রমিক জনতা জোট বেঁধে হারিয়ে দিয়েছে। কারণ হরিয়ানা রাজ্যের পাশে দিল্লি। সেখানে কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে রাজপথে নেমে এসেছে কৃষক শ্রমিক জনতা।এর প্রতিফলন ঘটেছে হরিয়ানা প্রদেশের পৌরসভার মেয়র নির্বাচন এ।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply