রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩.০০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
কল্যাণ সভায় এসপি এবিএম মাসুদ হোসেন সকল পুলিশের উদ্দেশ্যে বক্তব্য বলেন, ফোর্সদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন বৃদ্ধিকরনসহ কল্যাণকর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়।
তিনি আরো বলেন, সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। করোনায় সচেতনতা অবলম্বন করে ডিউটি করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply