শেখ রুবেল আহমেদ পাবনা জেলা আসন্ন সুজানগর পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুজানগর পৌর আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এসময় আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার এস্কেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. শাজাহান আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো, কৃষি বিষয়ক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী রাজা হাসান, সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক,বিআরডিবির চেয়ারম্যান একিএম শামসুজ্জোহা বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী সরদার রাজু আহমেদ, কাউন্সিলর মনসুর আলী মন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম যতিন সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সবাই উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেন, আসন্ন সুজানগর পৌরসভা নির্বাচনে একক মেয়র প্রার্থী ঘোষণা করার জন্য।
Leave a Reply