আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি পাবনা জেলার অন্তরগত চাটমোহর উপজেলাধীন ছাইকোলা ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সর্ণকার এর দোকানের কর্মচারীকে খুন করে স্বর্ণা অলংকার টাকা পয়সা ও মালামাল লুট করেছে ডাকাতরা। বুধবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে।
নিহত দোকানের কর্মচারী মহরম আলী (২৬) ছাইকোলার সরকার পাড়ার মোঃ আবুল সর্দারের(৬০) এক মাত্র ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে ঘটনা স্থলে গিয়ে জানা যায়,বৃহেস্পতিবার ৩১-১২-২০ সকালে আনুমানিক ১০ টার দিকে বাজরের ব্যবসায়ীরা ও এলাকাবাসী ঔ সর্ণকারের দোকানের সামনে আসলে নিহত মহরমকে ডাকাডাকি করে কোন সারা না পেয়ে দোকানের সাটার উচু করলে,নিহত মহরমকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়।তারা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় চিকিৎসক, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও সি,আই,ডি ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যপারে ঔ দোকানের মালিক, নাটর,জেলার, গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজার এলাকার মোঃ আলমাছ আলীর (৬০) ছেলে মোঃ আমজাদ সর্ণকার (৩২) জানায়,নিহত মহরম ১৪-১৫ বছর হল সে আমার দোকানের আস্তাভজন কর্মচারী, প্রতিদিনের মতই আমার বাসা থেকে খেয়ে দোকানে এসে ঘুমায়। আজকে কে বা কারা এমন ঘটনা ঘটালো। তিনি আরো জানান আমার দোকানে ৭-থেকে ৮ লক্ষ টাকার স্বর্ণাঅলংকার ও ২০ হাজার নগত টাকা ছিলো। সবকিছুই দুর্বিত্তরা নিয়ে গেছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান চুরি না ডাকাতি করা হয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতকে শ্বাসরোধ করে হত্যাকরা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply