ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ রতন খান দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।পাবনা জেলা সুজানগর উপজেলার আমিন পুর থানার আহম্মদ পুর ইউনিয়নের দক্ষিণ চর গ্রামের মাছেম মীর গত রোববার বিকেলে (১৫ নভেম্বর-২০২০ ইং) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আব্দুল হালিম খান, পারভেজ, তোফাজ্জল খান সহ ১০ জন আসামি করে আমিন পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় এলাকার সৌরভ,মমিন, হৃদয়,রেয়েজুল, সবুজ, সামাদ, হয় আলীম, আমিন উদ্দিন, রফিক, আলাউদ্দিন,শফি সহ একাধিক ব্যক্তি জানান,মাছেম মীর বাড়ি পাশে দোকান থেকে বাড়িতে ফেরার পথে স্টক করে, বাড়িতে থেকে হাসপাতালে
নেওয়ার পথে মারা যায়। এই মৃত্যু কে কেন্দ্র করে প্রতিপক্ষ দের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে, তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়েছে। এঘটনায় আমিন পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক জানান,মাছেম মীর নামক এক ব্যাক্তি মারা গিয়েছে, থানায় মামলা দায়ের হয়েছে, প্রতিপক্ষের বাড়িতে হামলা হয়েছে, ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply