নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগরে সন্ত্রাসী হামলায় মিন্টু হোসেন (৩৫) এক
যুবক নিহত হয়েছে। এ সময় জিল্লুর রহমান (৩০) নামে অপর এক যুবক আহত
হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার নূরুদ্দিনপুর ব্রিজের উপর ওই হামলার ঘটনা
ঘটে। নিহত মিন্টু উপজেলার খলিলপুর গ্রামের মজিবর রহমান হাজামের ছেলে এবং
আহত জিল্লুর রহমান শ্যামনগর গ্রামের কোরান আলী প্রামাণিকের ছেলে। আহত
জিল্লুরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজানগর থানাধীন কামালপুর ক্যাম্পের ইন্সপেক্টর রেজাউল করিম বলেন ওইদিন সন্ধ্যা
৭টার দিকে উক্ত মিন্টু ও জিল্লুর নুরুদ্দিনপুর ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এ সময়
পূর্ব বিরোধের জের ধরে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর
হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিন্টু নিহত এবং জিল্লুর আহত হয়। থানার
অফিসার ইনচার্জ বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনায় এখন
পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা।
Leave a Reply