ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ রতন হোসেন ইমরান।
পাবনার সুজানগরে ৭০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে ৪৫ বছর বয়সী প্রেমিকার অবস্থান প্রেমের মরা জলে ডোবে না,৭০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে ৪৫ বছর বয়সী প্রেমিকার অবস্থান। প্রেমিক হাজী মোহাম্মদ আফতাব শেখ-৭০
প্রেমিকা জুলি খাতুন-৪৫।
ঘটনাটি ঘটেছে পাবনার সুজানগর উপজেলা আমিন পুর থানার রাণীনগর ইউনিয়নের চরবাঘুল পুরের বিন্দু পাড়া গ্রামে।হাজী মোহাম্মদ আফতাব শেখ মৃত্যু আক্কেল শেখের ছেলে।
প্রেমিকা জুলি খাতুন বাঘুলপুরের সরদার পাড়া গ্রামের
মৃত্যু তায়েজ শেখের মেয়ে ও
জামাল মুন্সি স্ত্রী।
জানা যায় মোহাম্মদ আফতাব হাজী এই মেয়েকে বিয়ের প্রলোভন ও ৫ বিঘা জমি এবং ঘরবাড়ি লিখে দেওয়ার লোভ দেখিয়ে জুলি খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এবং জুলি খাতুনকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ করে আফতাব হাজী আত্মসাৎ করে।
জুলি খাতুনের স্বামী জামাল মুন্সী জানতে পেরে, বৌকে বাড়ি থেকে বের করে দেয়, তখন জুলি খাতুন আফতাব হাজী বাড়িতে ওঠে।
জুলি খাতুন বিয়ের কথা বললে তখন আফতাব হাজী জুলি খাতুন কে বাড়িতে রেখে, আফতাব হাজী বাড়ি থেকে পালিয়ে যায়।
জুলি খাতুনের অভিযোগ আফতাব হাজী তার বাড়ির মহিলাদের দিয়ে তার উপর অত্যাচার করে ও জোরপূর্বক বাড়ি থেকে বের করার জন্য হুমকি-ধামকি দিচ্ছে এবং তার উপর শারীরিক মানসিক ভাবে নির্যাতন করছে।
এলাকাবাসী জানায় রেজাউল ও হারুন মেম্বার বিষয়টিকে সমাধান না করে ধামাচাপা দেওয়ার চেষ্টায় জুলি খাতুন কে ভয়-ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেয়।
Leave a Reply