সোমবার ১২ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) বিশেষ প্রতিনিধি ->>
পাইকগাছায় প্রতিপক্ষরা পিটিয়ে এক গৃহবধূ কে আহত করেছে। স্থানীয়রা গৃহবধূ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। অভিযোগে জানা যায়, উপজেলার কালুয়া গ্ৰামের সেবারুল সরদারের সহিত দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে শরীকের সহিত গোলমাল গোলযোগ চলে আসছিল।তারই জের ধরে প্রতিপক্ষ আমজেদ সরদারের পুত্রগন রমজান,দেলদার,গোলজার,হবি,কবির রবিবার সন্ধ্যায় সেবারুলের বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী হালিমা বেগম (৪০) কে পিটিয়ে আহত করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহতর পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের রনি বেগম জানান।
Leave a Reply