স্টাফ রিপোর্টার মোঃ জয়নাল চৌধুরী।
পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকার এর দুই ছেলে মো: করিম(২৮) ও স্বপন(২৪) নামের দুই ভাইয়ের লাশ উদ্বার করেছে স্থানীয়রা।
জানা যায় ভারত সীমান্তবর্তী ওই স্থানে রবিবার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ৮ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন।
তিনি জানান, লাশের পাশে একটা ছাত ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। কিভাবে মারা গেছে কোন অনুমান করা যাচ্ছেনা। তারা দুজনেই পেশায় দিনমজুর।
পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন দুই জনের লাশ উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply