বিশেষ প্রতিনিধি মোছাঃ জান্নাত জাহা ঢাকা
বিমানের টিকিটের দাবিতে সৌদি প্রবাসীরা মঙ্গলবার কারওয়ান বাজারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে যাওয়ার জন্য বিমানের টিকিটের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কয়েকশ প্রবাসী রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। এসময় নানা স্স্নোগান দেন তারা।
প্রথমে কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্থগিত হয়ে যায়। রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
Leave a Reply