মোঃ আল মামুন হাওলাদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- আমার বাড়ি ৮ নং মাদারবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের উত্তর হাজিখালী গ্রামে, এ গ্রামে প্রায় ২৫শ’ লোক বসাবস করে । কিন্তু দুঃখের বিষয় এ গ্রামে নাই কোন ধরনের রাস্তা ঘাট, নাই কোন ধরনের যানবাহনের ব্যবস্থা তাছাড়া কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে,
কি ধরনের যে ভোগ যে পোহাতে হয়,
তা বলার ভাষা নাই,
নাই কোন ধরনের ইস্কুল মাদ্রাসা, বাচ্চাদের নিয়ে যে কি ভোগ এই বৃষ্টির দিনে, কতোটা কস্ট, আমরা বুজি তাই এই এলাকায় শিক্ষার মান খুবই কম,তা ছাড়া আমাদের ইউনিয়ের চেয়ারম্যান মেম্বার তাদের দৃস্টিতে কখনো পড়ে নাই,
কারন যদি রাস্তার পরিস্থিতি এসে – দেখতো তাহলে বুঝতে পারছো। আমরা কতোটা হত- দরিদ্রের মাঝে আমরা দিন কাটাচ্ছি।
…………………!!
তাই কোন হৃদয়বান মানুষের
দৃষ্টিতে যেন
পড়ে।
আমাদের এই গ্রামটিতে বড় ধরনের অফিসার ও আছে সবার দৃস্টি কামনা করছি
এলাকা বাসী
পক্ষে আমি অদম।
Leave a Reply