এস.এম নুরনবী ভ্রাম্যমান প্রতিনিধিঃ
অদ্য রাত্র আনুমানিক ৩ ঘটিকায় পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়নের সি-কেওয়াবুনিয়া বাজারে আগুন লাগার কারনে ৩টি দোকান পুরে ছাই হয়ে যায়।আগুন দেখে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।
৩ টি দোকানের একটির মালিক সাইফুল ইসলাম জানান, অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলাম এই ব্যবসাপ্রতিষ্ঠান যা আমারই এক আত্মীয় পরিচালনা করত, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল!
আগুনের সূত্রপাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হয়তোবা পার্শ্ববর্তী দোকানের কোন চার্জারে শর্টসার্কিট অথবা মশার কয়েল কিংবা সিগারেটের আগুন এর মাধ্যমেই এই আগুন উৎপন্ন হয়েছে,যার ফলে পুড়ে গিয়েছে আমার দোকানসহ মোট তিনটি দোকান, আগুন লাগার ফলে আমার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্থ আরেক দোকান মালিক জসিম হাওলাদারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকার উপড়ে।
ক্ষতিগ্রস্ত আরেকজন শহিদ গাজী জানান, তার গ্যাসের সকল সিলিন্ডার পুড়ে ছাই হয়ে গেছে! তার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা।
স্থানীয়রা জানান, পটুয়াখালী টু তিতকাটা রাস্তার বেহাল অবস্থার কারণে আজ এই ঘটনায় ফায়ার সার্ভিসে এসে পৌঁছাতে পারেনি!
কাল হঠাৎ হয়তো কেউ অসুস্থ হয়ে পরলেও এম্বুলেন্স আসতে পারবে না,ফলে আমরা বঞ্চিত হব প্রয়োজনীয় চিকিৎসা থেকে ! রাস্তা সংস্কারের জন্য মাপামাপি প্রক্রিয়া চলছে তবে কর্তৃপক্ষকে আরও দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
Leave a Reply