___________________________
দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
বিভিন্ন দাবিতে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু।
বৃহস্পতিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ও ২০১৯ সালে স্বাস্হ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের চুক্তি বাস্তবায়ন করে নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের যথাক্রমে ১১,১২ ও ১৩তম গ্রেড আপগ্রেডেশন করার দাবীতে আজ ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক নুর আহাম্মদ,যুগ্ম-আহবায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আবু সাঈদ সবুজ,উৎপল চন্দ্র মজুমদার,শেখ হায়দার আজিজুল হক, বেলায়েত হোসেন,রোকেয়া বেগম,মৃত্যুঞ্জয় সরকার,মোঃ ইসমাঈল,বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply