আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম বাংলাদেশ।
নোয়াখালীর বেগমগঞ্জের আলোকিত সেই নারী নির্যাতনকারী দুই নরপশু জানোয়ার গ্রেফতার। নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এর পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার,ও বাদল কে গ্রেপ্তার করেছেন র্যাব কালামের নৃশংস নির্যাতনের শিকার এই নারী, বহু বার পায়ে ধরে বাবা ডাকলেও শেষ রক্ষা হয়নি এই বোনটির। তারা খুব নারকীয় ভাবে এই বোনের যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করে।
বোনটির যৌনাঙ্গে টর্চ লাইট ও হাত ডুকিয়ে দিয়ে খুব খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে, যা ৭১এর বর্বরতাকেও হার মানায় আমি ওই নরপশু ও জানোয়ার দের ফাঁসি চাই সুত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম বাংলাদেশ।
Leave a Reply