======================
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ সিলেট এম সি কলেজে গৃহবধুকে গনধর্ষণের প্রতিবাদে অাজ নোয়াখালীতে ভিক্ষোব কর্মসূচি পালন করেন নোয়াখালী জেলা ছাএদল ভিক্ষোব ছলাকালিন নোয়াখালী সরকারি কলেজ ছএদলের বিপ্লবি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। নোয়াখালী জেলা ছাএদল রাশেদুল ইসলাম সোহাগের গ্রেপ্তারে তিব্র নিন্দা ও অবিলম্বে তার মুক্তির দাবি করছেন। এতে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক হয়রানি মুলুক গ্রেপ্তারে তিব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি করছেন।
Leave a Reply