নির্ধারিত সময়ের আগেই নলজুরী প্রাথমিক বিদ্যালয় ছুটি এমন সংবাদ প্রকাশ হয় মঙ্গলবার (৪ এপ্রিল)। এ সংবাদ প্রকাশের পর সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার।
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের পূ্র্বেই ছুটি দেওয়া হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা ঝুলানো অবস্থায় দেখা যায়। স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে কয়েকজন শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গনে দেখা গেলে তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই বেলা ২টার দিকে স্কুল ছুটি দেওয়া হয়।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ০৩ টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করানোর কথা থাকলেও মঙ্গলবার (৪ এপ্রিল) ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের কক্ষ বন্ধ দেখা যায়।
এমন অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: শামীমা নাসরিন, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, মোছাঃ মাসহুদা খানম কনা, সুহেদা আক্তার, সংগীতা নাথ ও রাবেয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়াও ওই শিক্ষকদের নামে প্রতিদিনই নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দিয়ে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে।
Leave a Reply