মোছাঃ জান্নাত জাহা সোনারগাঁ থানা প্রতিনিধি।
নারায়ণগঞ্জ সোনারগাঁ স্মার্ট ফোনের জন্য প্রাণ হারালো কলেজ পড়ুয়া ছাত্র।
উপজেলার সাদিপুর ইউনিয়নে সজল(১৭) নামের এক কলেজ শিক্ষার্থী গেইম খেলার জন্য স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্নহত্যা করেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে
১০টার দিকে সাদিপুর ইউনিয়নে নানাখী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সজল আড়াইহাজার থানা পাচগাঁও চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে ও নানাখী মধ্যপাড়া গ্রামের শাফিউদ্দিন মেম্বারের নাতি। সে সোনারগাঁ ডিগ্রী কলেজের বিজ্ঞান,বিভাগের এইচ এসসি’র প্রথম বর্ষের ছাত্র। পরিবার ও তার সহ-পাঠীরা
জানান,উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পরাশোনা করতেন সজল।গেইম খেলার জন্য গত কয়েকদিন ধরে নানা শাফিউদ্দিন মেম্বারের
কাছে ২৫হাজার টাকা দামের একটি স্মার্ট ফোন কিনে দিতে বায়না করেন সজল।বৃহস্পতিবার সকালে আবারও বায়না ধরলে, সজলের মা,বাবা বকাঝকা করেন, সজল এতে মা,বাবার,উপর ক্ষুদ্ধ হয়ে সকাল সাড়ে১০টায় দিকে সবার অজান্তে নিজের কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের আংটার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সজল আত্নহত্যা করে।
এ,ব্যপারে জামপুর মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, কলেজ ছাত্র আত্নহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠিয়েছেন।
Leave a Reply