মোঃ জীবন আহমেদ সোনারগাঁও থানা প্রতিনিধিঃ হয়েছে আরও আশঙ্কাজনক দুই জন অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।বৃহস্পতিবার (সাত জানোয়ারি ) রাতে মদপানে গুরুতর অবস্থা আরো ও দুই জন এলাকাবাসী জানান, মেয়দ ছাড়া বিদেশি মদ পানে বৃহস্পতিবার থেকে সবার অবস্থা আশঙ্কাজনক ছিল।কেউ নিকঠসথহ হাসপাতালে চিকিত্সা নিয়েছে,তবে মৃতদের পরিবারের পক্ষে থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।নাম প্রকাশ্যে অন ইচ্ছুক,ঐ এলাকায় একাধিক পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবারে রাতে অতিরিক্ত মদপানে দুই জনেরমৃত্যু হয়। এবং পাঁচ জন গুরুত্বর অসুস্থ হয়ে পরে ।এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানা পুলিশ বলে দুই জনের মৃত্যুর বিষয়ে জেনেছি আরও বিস্তার জানার চেষ্টা চলছে।
Leave a Reply