আবু সাইদ, ক্রাইম রিপোর্টার,
নাটোরের বড়াইগ্রামে এক মাদ্রাসাছাত্রীর (১৪) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকে অভিযানে নেমেছে পুলিশ। এদিকে শুক্রবার বিকেলে (১৫ জানুয়ারি) এক অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রী শুক্রবার বিকেলে জানায়, উপজেলার আহম্মেদপুর এলাকায় এক মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী সে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে টিউবয়েলের পানি নিতে সীমানা প্রাচিরের বাইরে যায় তারা তিন জন। সেসময় স্থানীয় রাব্বী হোসেন (১৯), তার বন্ধু আরিফ হোসেনসহ (১৮) ৫-৬ জন মিলে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। আতঙ্কিত মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।
শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত রাব্বীর বাবা আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, ‘লোক মুখে ঘটনা শুনে অনুসন্ধানের জন্য তিনিসহ পুলিশের দল ঘটনাস্থলে গেছেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply